নিজস্ব প্রতিবেদক :
ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগামের উদ্যোগে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি এলাকার স্বল্প আয়ের পরিবারের শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় সাতক্ষীরা পৌরসভা চত্বরে এ শিক্ষা উপকরণ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে একটি স্কুল ব্যাগ, একটি ছাতা, একটি জ্যামিতি বক্স, ৬টি খাতা, ৬টি কলম, ১টি হার্ডবোড তুলে দেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী। এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, অনিমা রাণী মন্ডল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শফিক উদ-দৌলা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপ সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগামের ফিল্ড কোয়ার্ডিনেটর সুধাংশু কুমার সরকার, মনিটরিং অফিসার উৎপল কুমার দাশ প্রমুখ। এসময় প্রধান অতিথি লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য শপথ বাক্য পাঠ করিয়ে বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্র্যাকের সহযোগিতায় যে উপকরন তোমরা পেলে তার যথাযথ ব্যবহার করতে হবে। লেখাপড়া শিখে দেশের সার্বিক উন্নয়নের কাজ করতে হবে। তিনি আরো বলেন, মেয়েদের প্রাপ্ত বয়সের আগে বিবাহ দেওয়া যাবে না। এই বয়সে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানান তিনি।