আসাদুজ্জামান ঃ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৯ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ শেখ কুদরাত-ই-খুদার সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ইকবাল মাহমুদ, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল ওয়াজেদ কচি, দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহি, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি এ সময় পরিচালনা করেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন। সভায় জানানো হয়, আগামী ১৯ জানুয়ারী জেলার দুটি পৌরসভা ও ৭ উপজেলায় মোট ২ হাজার ৩১ টি টিকাদান কেন্দ্র থেকে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ১১ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ১৩ হাজার ৩২৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাতক্ষীরায় ওরিয়েন্টেশন সভা
পূর্ববর্তী পোস্ট