নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২ শতাধিক আইনজীবীদের আবেদনে প্রেক্ষিতে জেলা আইনজীবী সমিতির তলবি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা আইনজীবী ভবনে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুল মুজিদ-২ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সংগঠনের সভাপতি এড. আব্দুল মুজিদ-২ তার বক্তব্যে বলেন, ১৮৭২ সালে সাতক্ষীরা আইনজীবী সমিতির প্রতিষ্ঠত হয়। এরপর থেকে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে এই সংগঠনটি পরিচালিত হয়েছে। কিন্তু কোন দিন তলবি সভার প্রয়োজন হয়নি। এছাড়া গঠনতন্ত্রেও এধরনের তলবি সভার বিধান নেই। যে কারণে এসভা বাতিল করা হলো। এরপর হৈ চৈ শুরু হলে সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে সেটি শান্ত করা হয়। তবে আগামি বুধবার সিনিয়র আইনজীবীদের নিয়ে একটি আলোচনা সভা করার প্রস্তাব দেন সংগঠনের সভাপতি এড. আব্দুল মুজিদ-২। এদিকে একাধিক আইনজীবী জানান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ্বের জের ধরে প্রায় ২ শতাধিক আইনজীবী এ তলবী সভার আবেদন করেন। কিন্তু যে কারণে সভা আহ্বান করা হয়েছিল সে বিষয়ে কোন সিদ্ধান্ত না হওয়ায় হতাশ হয়েছেন অনেক আইনজীবী। এসময় উপস্থিত ছিলেন, এড. ওসমান গণি, এড. স.ম সালাউদ্দিন, এড. আব্দুল লতিফ, এড, আবু বকর, এড. সরদার আমজাদ হোসেন, এড. আবুল হোসেন-২, এড. মোজাহার হোসেন কান্টু, এড. শাহানাজ পারভীন মিলি, এড. আকবর আলী, এড. শামসুদ্দোহ খোকন, এড. রেজাউল ইসলাম, এড. আশরাফুল আলম, এড. ইখলেছার আলী বাচ্ছু, এড. নিজাম উদ্দীন, এড. অহেদুজ্জামান, এড. বসির বাবু, এড. শাহানুজ্জামান শাহীন, এড. নুর মোহাম্মদ, এড. আব্দুস সোবহান মুকুল প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট