পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরে আইটি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকাল ৪টায় এক ঝাঁক তরুন শিক্ষিত বেকার যুবকদের সাথে নিয়ে ইমপ্রেস আইটি ইন্সটিটিউট নামের প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোঃ আশরাফ হোসেন উক্ত আইটি সেন্টার উদ্বোধন করেন। প্রতিষ্ঠান প্রধানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমি আমার এলাকা সহ শ্যামনগর উপজেলার সকল শিক্ষিত বেকার যুবকদের ভাগ্য উন্নয়নের প্রত্যয় নিয়ে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু করেছি। আমার প্রতিষ্ঠান থেকে স্বল্প ব্যায়ে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন সহ কম্পিউটারের নানা ধরনের প্রশিক্ষন নিয়ে লোকাল মার্কেটে চাকরি করা অথবা ফ্রিল্যান্সিং করার সুযোগ থাকবে। তিনি আরও বলেন আমি বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আইটি প্রশিক্ষন নিয়ে নিজে স্বাবলম্বী হয়েছি ,তাই এই প্রতিষ্ঠান বর্তমান প্রজন্মের উৎসাহিত শিক্ষিত বেকারদের বেকারত্ব দুর করে আর্থিক স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে আশা করছি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক আজিজুল হক, ডাঃ গোলাম মোস্তফা, সাংবাদিক শফিকুল ইসলাম, সাংবাদিক এস এম জাকির হোসেন, সাংবাদিক পলাশ দেবনাথ, সাংবাদিক আনারুল ইসলাম, সাংবাদিক নুরুজ্জামান, ব্যাবসায়ী কৃষ্ণ কর্মকার, ফারুক হোসেন, নুরুন্নবী হাসান, বিট্টু দেবনাথ, অরুপ দেবনাথ, নুর মোহাম্মদ, রিপন আহমেদ প্রমুখ।
নুরনগরে আইটি সেন্টার উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট