মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সাতক্ষীরা জেলার কার্যালয়ের ২০১৮ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ী মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সাতক্ষীরার আয়োজনে জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক অপূর্ব আদিত্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এম এম মাহমুদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সৌরভ রায়, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, সহ সম্পাদক বিকাশ চন্দ্র দাশ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের পরিদর্শক মিন্টু হালদার। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি বলেন, ধর্মীয় মূল্যবোধ থেকে শিক্ষার্থীদের নীতি নৈতিকতার শিক্ষা দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী মহতী উদ্যোগ নিয়ে এ প্রকল্প চালু করেছেন। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ এবং বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রেস বিজ্ঞপ্তি