নিজস্ব প্রতিবেদক : আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা স্টেডিয়ামে বসে এই উৎসব। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত ঘুড়ি উড়ানো উৎসবে অংশ নেয় জেলার ১১ জন প্রতিযোগী। তারা নিজ নিজ ঘুড়ি উড়িয়ে উৎসবকে আনন্দময় করে তোলে।
শনিবার বিকালে ঘুড়ি উৎসবে মেতে উঠেছিল সব বয়সের মানুষ। সন্ধ্যা নাগাদ তারা এ উৎসব উপভোগ করেন। গভীর রাত পর্যন্তও ঘুড়িগুলি ছিল আকাশে।
জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ঘুড়ি উৎসব উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন ঘুড়ি উৎসব বাঙ্গালি সংস্কৃতির একটি অংশ। এর মধ্য দিয়ে আমরা বিনোদন উপভোগ করি। একই সাথে নিজেদেরকে প্রতিযোগী হিসাবে গড়ে তুলতে পারি। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আনিছুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা।
সাতক্ষীরায় ঘুড়ি উৎসব
পূর্ববর্তী পোস্ট