কে,এম,রেজাউল করিম দেবহাটা ব্যুরো: অপরাধী যতই বড় ক্ষমতাধর হোক, কোন ছাড় দেওয়া হবেনা। দেবহাটায় “পুলিশ জনতা, জনতাাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে মাদক, সন্ত্রাস, দূর্নীতি, জঙ্গিবাদ, নারী নির্যাতন রোধে পুলিশের মত বিনিময় সভায় এসব কথা বলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। তিনি আরো বলেন, মাদক একটি ভয়াবহ ব্যধি। যে মাদক সেবন করে তার পক্ষে সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতনের মত কঠিত অপরাধ করা কোন মতেই অসম্ভব নয়। একজন মাদক সেবী মাদক সেবন করে সমাজে খুন-ছিনতাাই সহ নানা মুখি অপরাধ করে। সমাাজে এসব অপরাধ রুখতে মাদককে জিরো টলারেন্সে নামিয়ে আনা প্রয়োজন। আপনাদের সহযোগীতা পেলে দেবহাটা থানা পুলিশ কোন মাদক ব্যবসায়ী বা মাদক সেবীকে ছাড় দেবে না, তাই সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন। অপরাধীর পক্ষে কোন প্রকার তদবীর বা সুপারিশ করতে আসলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগনের বন্ধু, পুলিশের চোঁখে ধনী-গরিব সবাই সমান। তাই পুলিশকে কেউ ভয় পাবেন না বরং অন্যায় অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করুন। শনিবার সন্ধায় দেবহাটা থানা পুলিয়ের আয়োজনে সখিপুর বাজারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে সেকেন্ড অফিসার মুনরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) উজ্বল কুমার মৈত্র। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাত হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা থানার এসআই হেকমত আলী, মোস্তাফিজুর রহমান, রোকনুজ্জামান, লিটন সাহা, এএসআই জসিম প্রমুখ।
দেবহাটায় মাদক, সন্ত্রাস, দূর্নীতি, জঙ্গিবাদ, নারী নির্যাতন রোধে মত বিনিময় সভা
পূর্ববর্তী পোস্ট