কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে কমিউনিটি কো-অডিনেশন সিসি টিমের ত্রৈমাসিক সভা গতকাল সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহযোগিতায় পাচারের শিকার মানুষদের সমন্বিত স্বাস্থ্য সেবা প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। সিসি টিমের সভাপতি এবং দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন রূপান্তরের কালিগঞ্জ এফও শেখ সাব্বির আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রূপান্তরের খুলনা ফিল্ড অফিসার গোলাম কিবরিয়া। তিনি বলেন, পাচারের শিকার মানুষের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা হচ্ছে। রূপান্তরের ওডাবলু ইতিআরা পারভীনের সঞ্চালনায় সভায় আরও মধ্যে বক্তব্য রাখেন সিসি টিমের সদস্য ও ইউপি সচিব খাঁন আহাদুর রহমান, ইউপি সদস্য চিত্রা রানী সরকার, রফিকা ও মমতাজ বেগম, মিজানুর রহমান সাহাজী, সাংবাদিক মৃত্যুঞ্জয় মিস্ত্রী, হাবিবুর রহমান, স্থানীয় ক্লাব সদস্য মুনজিরা খাতুন, গ্রাম্য ডাক্তার আবুল কাশেম এবং রূপান্তরের ওয়ার্ড প্রমোটর নূর হোসেন, রুহুল আমিন সাহাজী মুকুল প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট