শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ফ্রেন্ডশিপ’র পানির ব্যবসা বন্ধ করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টি জনসাধারণের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ১১ টার দিকে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের দেওল, শংকরকাটি, কাঁঠালবাড়ি, খুঁটিকাটা, কাচিহারানিয়া ও গোবিন্দপুর এলাকাবাসীর যৌথ আয়োজনে দেওল গ্রামে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে ফ্রেন্ডশিপ’র সুপেয় পানির ব্যবসা বন্ধ করে তা জনসাধারণের ব্যবহারের জন্য এলাকাবাসীর হাতে তুলে দেওয়ার জন্য বক্তারা আহবান জানান। স্থানীয় ইউপি সদস্য হামিদুল কবির বাবু এলাকার জনসাধারণের সুপেয় পানের অভাব লাঘবের জন্য ‘ফ্রেন্ডশিপ’কে ৫ শতক জমি দানকরে সুপেয় পানির প্লান্ট তৈরিতে সাহায্য করেন। অঙ্গীকার অনুযায়ী এলাকাবাসীকে সস্তা দামে সুপেয় পানি সরবরাহের কথা থাকলেও সম্প্রতি প্রতিষ্ঠানটি তা দিতে অস্বীকৃত জানাচ্ছে। এমতাবস্থায় অত্র এলাকাবাসী ফ্রেন্ডশিপ’র এই অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠে তাদের পানির ব্যবসা বন্ধ করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টি জনসাধারণের হাতে তুলে দেওয়ার জন্য এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন পানির প্লান্টের ভুমিদাতা স্থানীয় ইউপি সদস্য হামিদুল কবির বাবু, ইউপি সদস্য গাজী আকতার ফারুক, দৃষ্টিনন্দন দারিদ্র্য কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ঢালী, সাংবাদিক আলমগীর সিদ্দিকী, মাস্টার আব্দুল বারী, সুধাংশু কুমার মণ্ডল, শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হেলাল, দেওল বায়তুল নুর জামে মসজিদের ইমাম মাওলানা সোহরাব হোসেন, স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের গাজী, সামসুর রহমান গাজী, মাস্টার হারুন অর রশিদ, মিঠু সরদার প্রমুখ।
শ্যামনগরে ফ্রেন্ডশিপের পানির ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট