দেবহাটা ব্যুরো : সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। সোমবার সকাল ৯টায় দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে অংশগ্রহন করেন প্রেসক্লাবের সকল সদস্য ও সহযোগী সদস্যবৃন্দরা।এসময় হামলার ঘটনার প্রতিবাদে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, আবু হুরাইরা, যুগ্ন-সম্পাদক নির্মল কুমার মন্ডল, কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য আব্দুল আলিম মিঠু, সাইফুল ইসলাম, জি,এম আব্বাস উদ্দীন মোসলেম আলী, মোমিনুর রহমান, আব্দুস সালাম, নাসিরউদ্দীন সজীব, রুহুল আমিন, ইয়াকুব হোসেন রাজু, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সুমন, আরিফুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা চালিয়ে দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের কয়েকবারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, মোহনা টিভির জেলা প্রতিনিধি আব্দুুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুলল বারীসহ ১০ জন সিনিয়র সাংবাদিককে আহতের ঘটনা ঘটেছে। যে ঘটনা সাংবাদিকদের জন্য একটি কলঙ্কের। তাই উক্ত ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানানো হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেবহাটা প্রেসক্লাবের মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট