নিজস্ব প্রতিবেদক : নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা পুরাতন আইনজীবী ভবনে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি এড.ফাহিমুল হক কিসলু। সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরীমোহন সরকার, সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আবুল হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি,বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু, নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সহ-সভাপতি স্বপন কুমার শীল, এড. ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা তাঁতীলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান নাসিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাতক্ষীরার নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনে নাগরিক আন্দোলন মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইতোমধ্যে সংগঠনটি স্বাস্থ্য খাতে দুর্নীতির প্রতিবাদে আন্দোলন করেছে। বর্তমানে সেটির তদন্ত চলছে। সাতক্ষীরায় বিশুদ্ধ পানির সংকট নিয়ে আন্দোলন অব্যাহত রয়েছে। এছাড়াও সাতক্ষীরা শহরের মধ্যে দিয়ে প্রবাহিত প্রাণ সায়ের খালটি অবৈধ দখল মুক্ত করে দুর্নীতি মুক্ত, একটি সুপরিকল্পিত ও সমৃদ্ধ সাতক্ষীরা গঠনে নাগরিক আন্দোলন মঞ্চের সাথে থাকার আহ্বান জানান।
নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার নব কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি এ্যাড. ফাহিমুল হক কিসলু, সহ-সভাপতি যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সুধাংশু শেখর সরকার, ইঞ্জি. মো. আবেদুর রহমান, শেখ ওবায়দুস সুলতান বাবলু, এ্যাড. ওসমান গণি,নিত্যানন্দ সরকার, স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে অধ্যাপক ইদ্রিস আলী,অধ্যক্ষ শিব পদ গাইন,রওনক বাশার, অর্থ সম্পাদক স ম তহিন, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, মেহেদী আলী সুজয়,সায়েম ফেরদৌস মিতুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মশিউর রহমান পলাশ, দপ্তর সম্পাদক এম বেলাল হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শুভ্র আহম্মেদ, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন লস্কর শেলী, শিক্ষা ও গবেষণা সম্পাদক জাহিদা জাহান মৌ, মহিলা ও শিশু সম্পাদক এ্যাড. নাজমুন নাহার ঝুমুর, সমাজকল্যাণ সম্পাদক আশরাফ কামাল, স্বাস্থ্য সম্পাদক দিদারুল আলম হেলাল, আইন সম্পাদক এ্যাড. সালাউদ্দীন ইকবাল লোদী, কৃষি ও জলবায়ু সম্পাদক প্রভাষক বিশ্বনাথ কয়াল, বিশ্ববিদ্যালয় ও কলেজ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান টিটু , স্কুল সম্পাদক দেবাশীষ ম-ল, সদস্য অধ্যাপক কাজী মুহম্মদ ওয়ালীউল্ল্যাহ, এ্যাড. মোস্তফা নুরুল আলম, প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর নিমাই চন্দ্র মন্ডল, কল্যাণ ব্যানার্জি, আনোয়ার জাহিদ তপন, এম এ জলিল, মাধব চন্দ্র দত্ত, এ্যাড. খগেন্দ্র নাথ।
নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার নব গঠিত কমিটির অভিষেক
পূর্ববর্তী পোস্ট