শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে মৎস্য ঘেরের মাছ লুটপাটকালে মাছ লুটকারীদের হাতে ইউপি সদস্য সহ ৫ জন আহত। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গত ২৫ জুন দুপুর ২ টার দিকে শ্যামনগর উপজেলার ঝাঁপার পল্লীতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছিলো। এলাকাসূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার ঝাঁপা গ্রামে প্রাক্তন ইউপি সদস্য তপন মন্ডল ও বর্তমান ইউপি সদস্য আবুল কাশেম মল্লিক সাড়ে ৩ শত বিঘার একটি মৎস্য ঘের দীর্ঘ বছর পরিচালনা করে আসছে। গতকাল দুপুর ২ টার দিকে একই এলাকার সুরাত শেখের পুত্র শহিদুল ইসলামের নেতৃত্বে তারই পুত্র শাহিন আলম, হজরত গাজীর পুত্র নাইম হোসেন ও জিয়াদ গাজীর পুত্র ইছাক আলী সহ বহিরাগত ১০-১২ জন উক্ত মৎস্য ঘেরের মাছ লুটপাট করতে থাকে। এ সময় একই এলাকার মৃত ভরত চন্দ্র মন্ডলের পুত্র মৃত্যুঞ্জয় মন্ডল (২৫), কানাই গাইনের পুত্র দেবদাস গাইন (৪০), প্রাক্তন ইউপি সদস্য তপন মন্ডল(৪৫) তার স্ত্রী ময়না রানী (৩৫) ও ইউপি সদস্য কাশেম মল্লিক (৪০) বাঁধা দিলে লুটপাটকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ঝাপিয়ে পড়ে। তারা সকলেই মারাত্বক আহত হয়। বর্তমানে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুঞ্জয় মন্ডল ও দেবাশিষ গাইন। তাদের অবস্থা আশঙ্কাজনক।