কে,এম,রেজাউল করিম দেবহাটা ব্যুরো: শেখ ফারুক হোসেন রতন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টার মামলার তদন্তের স্বার্থে ঘটনাস্থল পরিদর্শন ও তথ্য সংগ্রহ করেছে মামলাটির তদন্তকারী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র প্রতিনিধি দল। শনিবার সকাল ১০টায় পিবিআই খুলনার পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল দেবহাটার দক্ষিণ সখিপুরে চেয়ারম্যান রতনের ওপর গুলি বর্ষণের ঘটনাস্থল পরিদর্শনসহ স্থানীয় বাসিন্দা ও উপস্থিত লোকজনদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করেন। এসময় পিবিআই’র কর্মকর্তাদের মধ্যে ওসি গোলাম রসুল, মামলাটির বর্তমান তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, এএসআই মনিরুজ্জামান, এএসআই রাসিব ইকবাল, আবু জাহের ভুঁইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পিবিআই খুলনার পুলিশ সুপার আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, মামলাটির তদন্ত প্রায় শেষের দিকে, শীঘ্রই আদালতে প্রতিবেদন দাখিল করবে পিবিআই। উল্লেখ্য যে, গত ২০১৮ সালের ২ জানুয়ারী সন্ধ্যায় সখিপুর মোড় থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার সময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন শেখ ফারুক হোসেন রতনকে গুলি করে হত্যার চেষ্টা চালায় দুবৃত্তরা। এঘটনার ৬দিন পর ৮ জানুয়ারী ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের মা মিনা বেগম বাদী হয়ে সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান সাদ্দাম, উপজেলা আওয়ামী লীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ ও সখিপুর ইউনিয়ন পরিষদের জামায়ত সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান ময়নুদ্দীন ময়নার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জরকে আসামী করে দেবহাটা থানায় একটি মামলা (নং-০২) দায়ের করে। পরে পর্যায়ক্রমে পুলিশি অভিযানকালে মামলার এজাহারনামীয় আসামী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান সাদ্দামসহ সন্দেহভাজন আসামী হিসেবে জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, তালা উপজেলার জালালপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শিমুল মোড়ল এবং দেবহাটর সখিপুরের ওলিউল্লাহ কে আটক করে পুলিশ। পরবর্তীতে ১৭ নভেম্বর ২০১৮ তারিখে মামলাটির বিচারকার্য চলাকালীন সুষ্ঠ তদন্ত পরবর্তী প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেয় আদালত। আদালতের দেয়া নির্দেশনা মোতাবেক হত্যাচেষ্টা ঘটনার প্রায় ১ বছর ৮ মাস পর তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করতে যাচ্ছে বলে জানিয়েছে পিবিআই।
দেবহাটায় রতন হত্যাচেষ্টা মামলা : শীঘ্রই প্রতিবেদন দাখিল করবে পিবিআই
পূর্ববর্তী পোস্ট