আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বুধহাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাছে অপদ্রব্য পুশের অপরাধে মৎস্য ব্যবসায়ীকে জরিমানা ও মাছ বিনষ্ট করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চিলেডাঙ্গা মোড় ও মহেশ^রকাটি মৎস্য সেটে আদালত পরিচালনা ও অভিযান পরিচালনা করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তারের নেতৃত্বে চিলেডাঙ্গা মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় দুর্গাপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী জাকির হোসেনের ৩০ কেজি ও আঃ মালেকের ২০ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ী জব্দ করা হয়। জব্দকৃত মাছ প্রকাশ্যে বিনষ্ট করা হয় এবং ব্যবসায়ী জাকিরকে ১০ হাজার টাকা ও মালেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পূর্ববর্তী পোস্ট