শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন মারাত্বক আহত ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে। মামলা নং ৩৩। মামলাটি দায়ের করেন আহত মনোয়ারা খাতুন।মামলা করায় আসামীরা জমি দখলসহ নানাবিধ হুমকী অব্যহত রেখেছে। পুলিশ আসামীদের আটক করতে তৎপর রয়েছেন। আহতরা হলেন- বাদুড়িয়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী মনোয়ারা খাতুন(৪০), তার পুত্র আব্দুল হামিদ ও সাঈদ। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। মনোয়ারা খাতুন ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি অবৈধ দখল সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদানের প্রেক্ষিতে শ্যামনগর থানায় সাধারন ডায়েরী করা হয়। সাধারন ডায়েরী করায় গত ২১ জুলাই রাত্র সাড়ে ৯ টার দিকে প্রতিপক্ষ হাওয়ালভাঙ্গী গ্রামের মোহর আলী, বাদুড়িয়া গ্রামের মোবারক হোসেন, আবু সিদ্দীক, আদম আলী ও মুরাদ হোসেন এক জোট হয়ে দা, লাঠি ও লোহার শাবল ইত্যাদি নিয়ে মনোয়ারার বাড়িতে অনাধিকার প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। অবৈধভাবে জমি জবর দখল করতে এক পর্যায়ে মোহর আলীর নেতৃত্বে তারা মনোয়ারা খাতুনকে সাদা কাগজে স্বাক্ষর না করাতে পেরে ক্ষিপ্ত হয়। এর বাধা দিতে গিয়ে তারা সন্ত্রাসী কায়দায় এলোপাতাড়ি ভাবে মনোয়ারার পুত্র আব্দুল হামিদকে খুন করার উদ্দেশ্যে মারাত্বক আঘাত করে হাড়ভাঙ্গা গুরুতর জখম করে।মনোয়ারার সেজো ছেলে সাঈদকে লাঠি দ্বারা মারাত্বক মারপিট করা হয়। এ সময় মনোয়ারা খাতুন তাদের এহেন কর্মকান্ডে বাঁধা দিতে গিয়ে তাদের আঘাতে নীলা ফুলা জখম হয়। ঘরে থাকা আলমারির তালা ভেঙ্গে ৫০ হাজার টাকা, দলিলপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র তারা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়।
„
শ্যামনগরে জমি বিরোধের জেরে থানায় মামলা
পূর্ববর্তী পোস্ট