পাইকগাছা ব্যুরো: পৌর কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা সহ বিভিন্ন দাবীতে অনির্দিষ্টকালের কর্মসূচি পালন করায় পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে পৌরবাসী পড়েছে চরম ভোগান্তিতে। দীর্ঘ ১ মাস যাবত কর্মকর্তা-কর্মচারীরা কর্ম বিরতি পালন করছে। ফলে পৌরবাসী পড়েছে চরম বিপাকে। রাস্তা-ঘাট, পয়ঃপ্রণালী ময়লা আবর্জনায় স্তুপে পরিণত হয়েছে। রোড লাইনগুলো বন্ধ রাখায় রাতে অন্ধকারে সর্বসাধারণের চলাচল দুর্বিসহ হয়ে পড়েছে। ১ জুলাই থেকে মানববন্ধনের মধ্য দিয়ে পৌর কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন শুরু করে। দীর্ঘদিন যাবত তাদের কার্যালয় বন্ধ রাখায় কোন দাপ্তরিক কাজ হচ্ছে না। এ ব্যাপারে ৯নং ওয়ার্ডের বাসিন্দা হারুন-অর-রশিদ জানান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ধর্মঘট পালন করায় রাস্তা-ঘাটে ময়লা আবর্জনা পঁচে দুর্গন্ধে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। খুলনা জেলা পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ জিয়াউর রহমান জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে।
পাইকগাছায় নাগরিক সেবা থেকে বঞ্চিত পৌরবাসী
পূর্ববর্তী পোস্ট