দেশের খবর: সমালোচনার মুখে সফর ছোট করে রাতেই দেশে ফিরে আসছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১ আগস্ট) দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি ব্রিফিং করবেন।
বুধবার (৩১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য জানান।
প্রসঙ্গত, দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যেই ব্যক্তিগত ভ্রমণে গত ২৭ জুলাই মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী। সেখান থেকে ৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল।
মঙ্গলবার এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সামাজিক যোযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। মন্ত্রণালয় ও অধিদফতরের বিভিন্ন সূত্র নিশ্চিত করে মন্ত্রী মালয়েশিয়ায় আছেন। তবে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানিয়েছিলেন, তিনি মানিকগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কাজে ব্যস্ত আছেন।
এ বিষয়ে মানিকগঞ্জের ডিসি এসএম ফেরদৌস বলেন, ত্রাণ বিতরণ বা অন্য কোনও কাজে মন্ত্রী এলে আমার জানার কথা। তবে এ বিষয়ে কোনও তথ্য আমার জানা নেই।
এরই মধ্যে, বুধবার দুপুরে সেই জনসংযোগ কর্মকর্তা জানান, সফর ছোট করে স্বাস্থ্যমন্ত্রী রাতে দেশে ফিরে আসছেন।