আন্তার্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্ক শহরের কয়েকটি এলাকায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে তুমুল লড়াই চলছে। জোবার জেলায় বিদ্রোহী গোষ্ঠীদের আক্রমণের পরই সিরীয় বাহিনীর পক্ষ থেকে হামলা চালানো হয়।
স্থানীয় সময় রোববার সকালে গাড়ি বোমা ও আত্মঘাতী বোমা হামলা দিয়ে আক্রমণ শুরু করে বিদ্রোহীরা। এ ছাড়া দামেস্কের বিভিন্ন এলাকায় কামানের গোলা ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলায় বিদ্রোহীরা বিভিন্ন গোপন সুড়ঙ্গ ব্যবহার করেছিল বলে জানায় সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।
মানবাধিকার কর্মীরা জানাচ্ছে, রোববার গাড়ি বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার মধ্য দিয়ে এ হামলা শুরু হয়।
তবে সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, বিদ্রোহীদের হটিয়ে দিতে সক্ষম হয়েছে তারা। বিদ্রোহীদের বিভিন্ন অবস্থানে ৩০টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সিরিয়া যুদ্ধের নজরদারির দায়িত্বে থাকা একটি মানবাধিকার সংস্থা।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমান হামলার পর বিভিন্ন এলাকা জনসাধারণের জন্য বন্ধ করে দেয় সরকারি বাহিনী।
গত বুধবার দামেস্কের একটি আদালত প্রাঙ্গণে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়। পরে পশ্চিমাঞ্চলের রাবওয়েহ জেলায় একটি রেস্তোরাঁয় বোমা হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়।