মোঃ রবিউল আওয়াল চীন থেকে :
টাকার অভাবে লাশ আনতে পারছেনা চীনে পড়তে যাওয়া সাতক্ষীরা পলিটেকনিক ছাত্রের রাউফুর। গত শুক্রবার ২৩আগস্ট২০১৯ তারিখে কিডনি ও হার্টের জটিল রোগে আক্রান্ত হয়ে চীনে হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
চীন সরকার বাংলাদেশের জন্য বিভিন্ন ক্যাটাগরির স্কলারশিপ দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতা ২০১৭ সাল থেকে শুরু হয় বাংলাদেশের সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ ও পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রছাত্রীদের চীনের স্কলারশিপ। সেই সুবাদে ২০১৮ ব্যাচের ছাত্র খুলনা জেলার পাইকগাছার উপজেলার সন্তান রাউফুর রহমান পড়তে আসেন । সে জিয়াংসু এগ্রি এনিম্যান হাজভেন্ডারী ভোকেশনাল কলেজে অধ্যায়নরত ছিলেন। কিন্ত পরিতাপের বিষয় হলো তার লাশ দেশে পাঠাতে হলে চীন সরকারকে এক লক্ষ ইউয়ান বা বাংলাদেশের টাকায় ১২ লক্ষ ষাট হাজার টাকা দাবী করছে চীন। তার পরিবারের পক্ষে এত টাকা দিয়ে লাশ দেশে আনা আদৌ সম্ভব নয়। এমতাবস্থায় তার পরিবার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার পরিবার ছেলের লাশ দেশে আনার সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।
টাকার অভাবে দেশে লাশ আনতে পারছেনা সাতক্ষীরা পলিটেকনিক ছাত্রের
পূর্ববর্তী পোস্ট