গাজী আল ইমরান, শ্যামনগর : ভূমি সেবা সপ্তাহ -২০১৭ (১-৭ এপ্রিল) উপলক্ষে শ্যামনগর উপজেলা ভূমি অফিস এবং উপজেলা সেটেলমেন্ট অফিসের আয়োজনে শনিবার সকাল ১০ শ্যামনগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলে শনিবার সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় । র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে উপজেলা চত্তরে অংশিজনের বৈঠক খানায় গিয়ে শেষ হয়।র্যালিতে অংশ নেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি), শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা সেটেলমেন্ট অফিসার, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসারসহ ভূমিহীন নেতৃবৃন্দ। পরে দিবসের তাৎর্পয তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সেটেলমেন্ট অফিসার, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসার বৃন্দ, উপজেলা ভূমিহীন কল্যাণ সমিতির সভাপতি মোকছেদুর রহমান সহ প্রমূখ।
বক্তাগণ ভূমি উন্নয়ন কর আদায়, বৈধ ভূমি ব্যবহারকারীদের প্রয়োজনীয় সেবা প্রদান, অবৈধ ভূমি দখলদারদের উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। এ কর্মসূচিতে সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক, তহশিলদার, সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবীগন অংশ নেন।
পূর্ববর্তী পোস্ট