বিনোদন সংবাদ: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত ৮ নভেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘কণ্ঠ’। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পায় ছবিটি।
এই ছবির বিনিময়ে কলকাতায় পাঠানো হয় জয় আহসান অভিনীত আরেকটি ছবি ‘খাঁচা’। এই ছবিটি নির্মাণ করেন বাংলাদেশের নির্মাতা আকরাম খান। জনপ্রিয় কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাসের আলোকে নির্মিত হয় ছবিটি।
এবার হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে আরেকটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন জয়া। এই ছবিটিও চলচ্চিত্র নির্মাণ করছেন আকরাম খান। ছবির নাম ‘নকশি কাঁথার জমিন’। ছবিটি ২০১৮-১৯ সালে সরকারি অনুদায় পায়।
ছবির পরিচালক আকরাম খান জানান, ‘নকশি কাঁথার জমিন’ ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। জয়া আহসানের সঙ্গে ছবিটি নিয়ে আলোচনা করেছি। তিনি ছবিটিতে অভিনয় করবেন। এখন পর্যন্ত এটা নিশ্চিত।
‘বিধবাদের কথা’ উপন্যাসে দুই বিধবা বোনের জীবনযাপনের আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশেরই ইতিহাসের এক রক্তঝরা অধ্যায়। সেই অধ্যায়গুলো ফ্রেমবন্দী করবেন ছবির পরিচালক।