দেবহাটা ব্যুরো : দেবহাটায় মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবি দিবস পালনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন কুমার চৌধুরী, উপজেলা কুষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবু কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, প্রধান শিক্ষক এনামুল হক বাবলু প্রমুখ। সভায় আগামী মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযথ মর্যাদার সাথে পালনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
দেবহাটায় মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবি দিবস পালনে প্রস্তুতি সভা
পূর্ববর্তী পোস্ট