বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন একথা জানিয়েছেন অধিনায়ক থেকে অবসর নিলেও যতদিন ফিট থাকবেন ততদিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন মাশরাফি বিন মর্তুজা। বুধবার কলম্বোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
পাপন বলেন, মাশরাফি একটা জিনিস সব সময় বলে আসছিলেন যে এই টি টুয়েন্টি সিরিজটা ক্যাপ্টেন হিসেবে তার শেষ সিরিজ। তার মানে এই নয় যে স্কোয়াড থেকে বাদ পড়ছেন তিনি।
বোর্ড সভাপতি বলেন, মাশরাফি, সাকিব, তামিম ও মুশফিক দলের জন্য অপরিহার্য। তাদের দলকে আরো অনেক কিছু দেয়ার আছে। তিনি আরও বলেন, মাশরাফির দল থেকে বাদ পড়ার কোনো কারণ নেই। যতদিন ফিট থাকবে ততদিন মাশরাফি ক্রিকেট খেলবে।
এর আগে মঙ্গলবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের লঙ্কানদের বিপক্ষে ১ম টি-টোয়েন্টি খেলা শুরুর আগে মাশরাফি ফেসবুক স্টাটাসে অবসরের কথা জানান।
এতে তিনি বলেন ‘আমি মনে করি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময়।’ ম্যাচের টসের সময়ো তিনি ধারাভাষ্যকার ডিন জোনসকে জানিয়ে দেন তার টি-টোয়েন্টি থেকে অবসরের কথা।