ভিণ্ন স্বাদের খবর: শত চেষ্টা করেও ডিমের সরু দিকটি সোজা দাঁড় করিয়ে দেয়া যায় না। কিন্তু সূর্যগ্রহণের সময়েই নাকি একটা এমনিতেই দাঁড়িয়ে যায়। আর তার বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। তাই বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) হয়ে যাওয়া সূর্যগ্রহণের সময় এই পরীক্ষা চালিয়েছেন অনেকেই।
বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয়েছে, চাঁদ যখন সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে দেয়, তখন যে শক্তিশালী মাধ্যাকর্ষণ তৈরি হয়, তার প্রভাবেই নাকি ডিম এভাবে সোজা দাঁড়িয়ে পড়তে পারে। বিশেষ করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় বহু মানুষ এই পরীক্ষা করেছেন সূর্যগ্রহণের সময়।
বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা গেছে সূর্যগ্রহণ। ১৭২ বছর পর এই সূর্যগ্রহণ হয়েছে, যাতে তৈরি হয়েছে রিং অফ ফায়ার।
অনেকেই ডিম নিয়ে ওই পরীক্ষার ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কেউ মাটিতে, কেউ প্লেটে, কেউ জানালার ধারে এই পরীক্ষা করেছেন।
হাকিম মারুফ নামে মালয়েশিয়ার এক বাসিন্দা ফুটপাথের উপর এমন পরীক্ষা করেছেন।
যদিও মালয়েশিয়ান সায়েন্স ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত গবেষক ড. চং হন ইউ এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বলে জানিয়েছেন। তার মতে, শুধু সূর্যগ্রহণের সময় নয়, যে কোনো সময় এই পরীক্ষা করা হলে, একই রকমভাবে সফল হওয়া সম্ভব।