আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কাদাকাটিতে একই মালিকের দুটি মৎস্য ঘেরে পরপর দুই দিনে বিষ প্রয়োগে সাড়ে চার লক্ষ্যাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে সরেজমিন দেখাগেছে, বৈরামপুর গ্রামের খালেক সরদারের পুত্র আব্বাস সরদারের মৎস্য খামারে বিষ প্রয়োগে রুই, কাতলা, মৃগেল, ভেটকি মাছ মরে পঁচে পানির উপরে ভেসে বেড়াচ্ছে। এর একদিন আগে বুধবার গভীর রাতে একই ভাবে একই মালিকের কটাখালী বিলের ২৫ বিঘা মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় তিন লক্ষ্যাধিক টাকার মাছ বিনষ্ট করা হয়েছে। ঘের মালিক আব্বাস আলী জানান, বুধবার রাতে কে বা কাহারা কাঁটাখালী বিলের ২৫ বিঘা মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লক্ষ্যধিক টাকার বাগদা, গলদাসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ বিনষ্ট করে। একই ভাবে পরের দিন বৃহস্পতিবার রাতে বৈরামপুরস্থ্য সাদা মাছের খামারে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লক্ষ্যধিক টাকার বিভিন্ন প্রজাতির সাদা মাছ বিনষ্ট করে। পরপর দুই রাতে দুটি মৎস্য খামারে বিষ প্রয়োগে সাড়ে ৪ লক্ষ টাকার মাছ বিনষ্ট হওয়ায় মাথায় হাত উঠেছে ঘের মালিক আব্বাসের। এদিকে বছরের শেষে পরপর দুই দিনে একই মালিকের দুটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগে এলাকার ঘের মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করতে দেখাগেছে।
কাদাকাটিতে পরপর একই মালিকের দুটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ
পূর্ববর্তী পোস্ট