নিজস্ব প্রতিনিধি : ‘আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে স্কুল ক্যাম্পাসে উৎসাহ-উদ্দীপনায় সাতক্ষীরা আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ডা. মো. আবুল কালাম বাবলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা দিবা নৈশ কলেজের অধ্যক্ষ মো. শফিকুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ মুজিবর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রতিনিধি মীর হাসানুজ্জামান, শিক্ষক মাও. আব্দুল জলিল, মো. ফারুক হোসেন, মেহেদী হাসান, সাইফুল্লাহ সরদার, প্রিতম দাসসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এসময় ৩য় শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা।
পূর্ববর্তী পোস্ট