মাহফিজুল ইসলাম আককাজ : সোরওয়ার্দী কাপ অনুঃ ১৮ জাতীয় ফুটবল টুর্নামেন্টে আঞ্চলিক পর্যায়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন সাতক্ষীরা জেলা দলের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে খেলোয়াড়দের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জেলা স্টেডিয়ামের হলরুমে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ও জেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা মো. আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি মো. আহম্মাদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, জেলা ক্রীড়া সংস্থার ট্রেজারার শাহ্ আলম সানু, নির্বাহী সদস্য তৈয়েব হাসান বাবু, আ.ম আক্তারুজ্জামান মুকুল, কামরুজ্জামান কাজী, শফিউল ইসলাম খান প্রমুখ। প্রশিক্ষণ কোর্সে খেলোয়াড়দের ট্রাকস্যুট ট্রাওজার তুলে দেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন। এসময় তিনি জাতীয় পর্যায়ের খেলায় সিলেটে সাতক্ষীরা জেলা দল অংশ নিচ্ছে বলে তাদেরকে শুভেচ্ছা ও আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
পূর্ববর্তী পোস্ট