দেবহাটা ব্যুরো : দেবহাটায় ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। বৃহষ্পতিবার সকাল ১১ টায় সখিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে রতন বলেন, তিনি দীর্ঘদিন সময় যাবৎ পর্যায়ক্রমে বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ ও সর্বশেষ দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জনগণের ভোটে সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালত করছেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে নিজেকে উৎসর্গ করার পাশাপাশি নাশকতাকারী সহিংসতাকারী বিএনপি-জামায়াত শিবিরের বিরুদ্ধে তার অবস্থান সবসময় সুদৃড় ছিলো এবং আছে। ২০১৩ সালে সহিংসতাকালীন সময়ে তাকে প্রকাশ্যে হত্যার চেষ্টা করেছিল বিএনপি-জামায়াতের ক্যাডাররা। কিন্তু মানুষের দোয়া এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বর্তমান সাংসদ অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক তত্বাবধানে সুচিকিৎসার তিনি প্রাণে বেঁচে গেলেও উপজেলা আওয়ামীলীগের অপর সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, শ্রমিকলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজকে নির্মমভাবে হত্যা করেছিল বিএনপি-জামায়াত শিবিরের ক্যাডাররা। পরবর্তীতে ২০১৮ সালে আবারো হত্যার উদ্দ্যেশ্যে গুলি করে সন্ত্রাসীরা। তিনি আবারো নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান। বর্তমানে আমাকে হত্যা চেষ্টা মামলার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া সেই আসামীরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের ছত্রছায়ায় ঘুরে বেড়াচ্ছে। রতন বলেন, তার জীবনের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি নিয়েছেন। এতে করে তাকে হত্যার চেষ্টাকারিরা আগ্নেয়াস্ত্রটি সরানো এবং পুনরায় হামলার পরিকল্পনায় লিপ্ত হয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, গত ০৫/০২/২০২০ ইং তারিখ বুধবার সখিপুর ইউনিয়নের অন্তর্গত ঈদগাহ বাজার থেকে চন্ডিপুরগামী নির্মাণাধীন রাস্তার নির্মাণ কাজে দূর্নীতি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে তিনি সেখানে উপস্থিত হয়ে দুনীতির প্রতিবাদ করতে গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন ও এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শেখ ওমরের কাছে জানতে চাইলে সে অসৌজন্যমূলক আচরণ করে। বিষয়টি তিনি (রতন) উপজেলা প্রকৌশলীকে জানিয়ে সেখান থেকে চলে আসেন। অথচ ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে তাকে হত্যা চেষ্টার মদদদাতাদের প্রত্যক্ষ ইন্ধনে বিভিন্ন অনলাইন পত্রপত্রিকায় “এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীকে বন্দুক উচিয়ে গালি দিলেন ইউপি চেয়ারম্যান রতন” শিরোনামে মিথ্যা ও ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক একটি খবর প্রকাশ করিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পাশাপাশি ষড়যন্ত্রে লিপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের কাছে দাবি জানান। এসময় সাংবাদিক সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারন সম্পাদক বিধান বর্মন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারন সম্পাদক সাহেব আলী, দেবহাটা সদর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারন সম্পাদক এএইচ সোহাগসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট