নিজস্ব প্রতিনিধি : রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২৬তম অভিষেক অনুষ্ঠান এবং পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রুবার সকাল ১০টায় সাতক্ষীরা পিটিআই সম্মেলন কক্ষে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি রোটার্যাক্টর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান রোটারিয়ান পিপি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পিটিআই সুপারেনটেনডেন্ট রাউফার রহিম। সম্মানিত অতিথি ছিলেন রোটারি ক্লাব অব সাতক্ষীরার সভাপতি রোটারিয়ান মীর মোশাররফ হোসেন মন্টু, পিএসসিসি রোটারিয়ান পিপি হাবিবুর রহমান হাবিব, ডি আর আর রোটার্যাক্টর পিপি আবু বককর সিদ্দিক রুপম, রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার চাটার্ড প্রেসিডেন্ট তৈয়েব হাসান বাবু। সংবর্ধিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সেলিম কোকিল। প্রোগ্রম চেয়েরম্যান ছিলেন রোটার্যাক্টর পিপি জিএম আবুল হেসাইন। অনুষ্ঠানে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০১৯-২০ সালের কমিটির অভিষেক, রোটার্যাক্টর পুনর্মিলনী, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সেলিম (কোকিল) এবং গুনি শিক্ষক কাজী রফিক উদ্দীনকে সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে ডিআরআর অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সাবেক সভাপতি যথাক্রমে শহিদুল হক রাজু, ফারুকুল ইসলাম, মাসুদুল হক, শাহাজাহান হোসেন সাজু, শাহাজুদ্দীদ আহমেদ, মোফাজ্জেল হোসেন বাবু,মোনায়েমুর রহমান, মনিরুজ্জামান টিটু, আরিফুর রহমান জেমস, মোসলেমা খাতুন মুন্নী, সেক্রেটারি তামান্ন আনজুমসহ রোটারি ক্লাব অব সাতক্ষীরার সদস্যবৃন্দ, রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সাবেক রোটার্যাক্টরবৃন্দ, ডিস্টিক অফিসিয়ালবৃন্দ এবং রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার আই পিপি ইজাজ আহমেদ।
পূর্ববর্তী পোস্ট