কালিগঞ্জ প্রতিনিধি॥ মুজিববর্ষ উপলক্ষে কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের পাঠ চক্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহারের সভাপতিত্বে পাঠ চক্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের গল্প বলার ধরণা ও তাদের মাঝে ইশপের গল্পের বই প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির খসরু, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ, সাংবাদিক ফরিদুল ইসলাম প্রমুখ। ছনকা ও সদর সরকারি প্রাথমিক বিদ্যলয়ের ৪র্থ শ্রেণির ১০জন নির্বাচিত শিক্ষার্থীকে আসন্ন মুজিববর্ষে ইশপের গল্প সমগ্রী নামের একটি মহতি কার্যক্রম গ্রহন করেছে উপজেলা প্রশাসন। এই উদ্যোগের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রুপ দিতে পাঠ চক্র কার্যক্রম শুরু করা হয়। ইশপের গল্প থেকে পাঠ চক্রের সঞ্চালক উপজেলা শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহারের তত্বাবধায়নে ১৫ দিন পর পর শিক্ষার্থীদের নিয়ে পাঠ চক্র অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
পূর্ববর্তী পোস্ট