নিজস্ব প্রতিবেদক: অসাধারণ পরিবেশ আর বর্ণিল আলোকসজ্জায় সমগ্র সন্ধ্যা যেন হয়ে উঠেছিল নান্দনিকতায় পরিপূর্ণ। বিস্তীর্ণ এলাকাজুড়ে গাছে আর পানিতে মনোরম আলো-আধারিতে মুগ্ধ হয়েছেন আমন্ত্রিত অতিথিরা। বিকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলেছে অতিথি আপ্যায়ন আর সাংস্কৃতিক অনুষ্ঠান। আবিররাঙ্গা বাসন্তী সন্ধ্যায় শহরের কোলাহলমুক্ত আ¤্র মুকুলের মনমাতানো ঘ্রাণে রিসোর্টটি সুর ছন্দের মুর্ছনা আর আলোর ঝলকানিতে মুখর হয়ে উঠেছিল। নিমন্ত্রিত অতিথি আত্মীয় স্বজনে ভরে ওঠে মোজাফফর গার্ডেনের সুবিন্যস্ত চত্বর। সন্ধ্যা নামতেই শুরু হলো বৌ ভাত অনুষ্ঠান। বিবাহোত্তর সংবর্ধিত দুই অতিথি সৌম্য সরকার আর তার স্বপ্নের রানী প্রিয়ন্তি দেবনাথ পূজা হাসিমুখে বরণ করে নিলেন অতিথিদের।
রাতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
এর আগে বুধবার রাতে পুরোহিতের মন্ত্রযপ আর পিতার কনে সম্প্রদানের মধ্য দিয়ে অগ্নি সাক্ষি রেখে কনেকে সিঁদুর পরিয়ে সাতপাকে বাঁধা পড়েন বিশ^ কাঁপানো ক্রিকেটার বাঁ হাতি পেসার সাতক্ষীরার ছেলে সৌম্য সরকার আর খুলনার প্রিয়ন্তি দেবনাথ পূজা। বৃহস্পতিবার শহরের কাটিয়া মধ্যপাড়ার ‘লাল সবুজ’ বাড়িতে মা নমিতা সরকার ও স্বজনরা ধান দুর্বা তেল চন্দন ফুল আর প্রদীপের ছোঁয়ায় বরন করে নেন এই জুটিকে। আজ শুক্রবার সন্ধ্যায় বৌভাত অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো সৌম্য প্রিয়ন্তির বিয়ের সব আনুষ্ঠানিকতা।
নবপরিনীতা প্রিয়ন্তি খুলনার টুটপাড়ার হাজিবাগ রোডের ব্যবসায়ী বাবা গোপাল দেবনাথের কনিষ্ঠ কন্যা। ঢাকার একটি ইংলিশ মিডিয়াম কলেজ থেকে ‘ও’ লেভেল পরিক্ষা দিয়েছেন তিনি। অপরদিকে বর সৌম্য সরকার সাতক্ষীরার অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকারের কনিষ্ঠ পুত্র।
পূর্ববর্তী পোস্ট