আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে করোনা ভাইরাসের প্রভাবে হঠাৎ করে নিত্য পন্যের দাম বৃদ্ধি করায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নিত্য পন্যের দাম বাড়ানোর কারনে ভোক্তাধিকার আইনে বুধহাটা বাজারের চাউল ও রসুন ব্যবসায়ীকে ৩হাজার টাকা জরিমানা করেন। এসময় বাজারের সকল ব্যবসায়ীকে নির্দেশনা না মেনে পন্যের দাম বাড়ালে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এছাড়ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। সবশেষে বুধহাটা ইউনিয়নে বিদেশ থেকে আসা গোল্ডেনসহ তিনজনের বাড়িতে যেয়ে তাদেরকে হোমকরেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এসআই বিল্লাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স, অফিস সহকারী ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট