প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে “৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ” এর খেলায় সাতক্ষীরা জেলা বনাম নরসিংদি জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। নরসিংদি জেলা ব্যাট ক
রতে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৫ রান করে। সাতক্ষীরার লিটু ও আরিফ ৩টি করে ও নির্জন ২টি উইকেট লাভ করে। জবাবে সাতক্ষীরা জেলা ব্যাট করতে নেমে ৩৬.৪ ওভারে ৪টি উইকেট হারিয়ে ১৬৮ রান করে। দলের তারিকুজ্জামান অপরাজিত ৭৮ ও অর্ক ৪৫ রান করে। ফলে সাতক্ষীরা জেলা ৬ উইকেটে জয়লাভ করে। সাথে সাথে সাতক্ষীরা জেলা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টীম ম্যানেজার হিসাবে শেখ রফিকুর রহমান লাল্টু ও প্রশিক্ষক হিসাবে মুফাচ্ছিনুল ইসলাম তপু দলের সাথে উপস্থিত আছেন। সাতক্ষীরা জেলা দলের এই জয়ে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক দলকে অভিনন্দন জানান।
পূর্ববর্তী পোস্ট

