শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়ন আমফানে ক্ষতিগ্রস্ত ভেরিবাদে শ্রমিকদের সাথে কাজ করলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন। সম্প্রতি বাংলাদেশের সর্ব দক্ষিণের সুন্দরবনের কোল ঘেঁষে শ্যামনগর উপজেলায় গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী সহ কাশিমাড়ী ইউনিয়ন ব্যাপক ভাবে বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্থ হয়। পানিবন্দি হয়ে পড়ে হাজার হাজার মানুষ। পানির নিচে তলিয়ে আছে দশ টির অধিক গ্রাম। বুধবার বিকাল ৪ টার দিকে সরেজমিনে পরিদর্শনে যেয়ে শ্রমিকদের সাথে দীর্ঘক্ষণ কাজ করে উৎসাহ দেন। সফরসঙ্গী হন পার্শ্ববর্তী উপজেলা কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ মেহেদী, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, উপ-বিভাগীয় প্রকৌশলী রাশিদুর রহমান, এসও সোয়েল রানা। কাশিমাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউপ, ইউনিয়ান আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আবুল হোসেন, গাজী একাডেমী পাঠাগার এর সভাপতি মেহেদী হাসান মারুফ, সেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল শানা।
পূর্ববর্তী পোস্ট