কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটার পারুলিয়ায় শিশু কিশোরদের মাঝে স্বাস্থ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় ঢাকা আহছানিয়া মিশনের ওয়ানপান কাইন্ড প্রজেক্ট’র সহযোগিতায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ২৩ জন হত দরিদ্র শিশু কিশোরদের মাঝে কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। এসময় দরিদ্র শিশুদের মাঝে কোভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন সুরক্ষা সামগ্রী ও পনেরশত টাকা করে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, ওয়ারপন কাইন্ড প্রজেক্ট কোয়াডিনেটর আব্দুল কাদের। বিতরণ কালে ইউপি চেয়ারম্যান শিশু কিশোরদের কোভিড- ১৯ মোকাবেলা ও সচেতনতায় বিভিন্ন পরামর্শ প্রদান এবং ঘরে থেকে পড়াশোনায় মনোযোগী হতে বলেন। তবে, শিশু কিশোরদের এধরনের সহযোহিতা এক বছর অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপস্থিত ঢাকা আহছানিয়া মিশনের কর্তকর্তা।
দেবহাটায় শিশু কিশোরদের মাঝে স্বাস্থ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
পূর্ববর্তী পোস্ট