নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা স্বর্ণ দোকানদার ও ছাইমাটি শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- খুলনা ২৩৭৩) নেতৃবৃন্দের মধ্যকার দ্বন্দ্বের অবসান ঘটালেন সাতক্ষীরা সদর থানা পুলিশ। গত সোমবার ৬জুলাই রাতে উভয়পক্ষের উপস্থিতিতে কামালনগরাস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে সদর থানা পুলিশের দুইজন অফিসার তাদের এ দ্বন্দ্বের সমাধান করে দেন। সেসময় উভয়পক্ষ বলেন, সামান্য ভুল বোঝাবুঝির কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এবিষয়ে সংগঠনের সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন এক পক্ষে এবং সহ-সভাপতি আবুল কালাম আজাদ, প্রচার আব্দুল মান্নান অন্য পক্ষে অবস্থান নিয়ে পত্র-পত্রিকায় বিবৃতি প্রদান সহ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশের দুই এস আই আহম্মদ আলী ও এস আই নির্মল অবশেষে উভয়পক্ষের সম্মতিতে তাদের মধ্যকার ভুল বোঝাবুঝির মিমাংসা করে দেন। এসময় উভয়পক্ষের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দেওয়ায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সদর থানা পুলিশকে সাধুবাদ জানান। এবিষয়ে এস আই নির্মলের সাথে কথা হলে তিনি মিমাংসার বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট