কালিগঞ্জ প্রতিনিধি : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংগ্রাম পরিষদের সভাপতি, প্রবীণ চিকিৎসক ডাঃ হজরত আলী (৯০) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে পূর্বনারায়নপুর গ্রামের নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত
কারণে দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪
মেয়ে, নাতী-নাতনি, আতœীয় সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃতের জামাতা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি’র
চেয়ারম্যান এনামুল হোসেন ছোট জানান, বুধবার সকাল ১০ টার দিকে শহীদ সামাদ স্মৃতি ফুটবল মাঠে প্রথম জানাজা এবং বাদ জোহর গ্রামের
বাড়ি মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহ গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে। এদিকে ৭০ দশকের সর্বজন স্বীকৃত আদর্শ চিকিৎসক, সদালাপী, অন্যায়ের প্রতিবাদকারী, প্রবীণ আওয়ামীলীগ নেতা ডাঃ হজরত আলীর মৃত্যুর খবর পেয়ে উপজেলা ব্যাপি শোকের ছায়া নেমে আসে। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মরহুমের বাসভবনে ছুটে আসেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পূর্ববর্তী পোস্ট