দেবহাটা ব্যুরো: দেবহাটায় প্রতিপক্ষের হামলায় দফাদার সহ ৫ জন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোহাম্মাদালীপুর গ্রামে ছাগলে সবজি খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সখিপুর ইউনিয়ন পরিষদের দফাদার আবুল হোসেন সহ তার পরিবারের ৫জন আহত হয়। আহত দফাদার আবুল হোসেন জানান, তার পুত্র আশারুল ইসলামের সবজি বাগান খেয়ে নষ্ট করে প্রতিবেশী আব্দুল মাজেদের ছাগল। তারা ঐ ছাগলটি বেধে রাখলে রাতে প্রতিবেশী আব্দুল মাজেদ ও তার পরিবারের সদস্যরা এসে ছাড়িয়ে নিয়ে যায়। ছাগল নিয়ে ফেরার পথে রাস্তায় দাড়িয়ে অশ্লিল ভাষায় গালিগালাজ ও হুমকি দিতে থাকে তারা। এসময় তাদেরকে বাড়ি চলে যাওয়ার কথা বলেন দফাদার আবুল হোসেন। পরে আব্দুল মাজেদ বাড়িতে গিয়ে তার ভাই আবু সাঈদ, জাহিদ হোসেন, আব্দুল মালেক, সাহেব আলী, সাঈদের স্ত্রী শাহানারা বেগম ও পুত্র শাহিন আলম, মালেকের স্ত্রী ফতেমা খাতুন, মাজেদের পুত্র সাহাজুল ইসলাম, মালেকের পুত্র মুছা করিম, আজিতের পুত্র ইসমাইল সহ পরিবারের আরো কয়েকজন এসে আমার পুত্র আশারুল, পুত্রবধু আছিয়া বেগম, পৌত্র নাইমুর রহমানের উপর অতির্কিত হামলা চালাতে থাকে। এসময় হামলাকারীদের বাধা দিতে গেলে আমাকে এবং আমার ভাইজি বিলাত গাজীর কন্যা রোজিনা খাতুনকেও মারাত্মক জখম করে এবং আমার পুত্র আশারুল ইসলামের মাথায় ইটের বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেয় । এসময় স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে মাজেদ তার পরিবারের সদস্যদের নিয়ে চলে যায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। এঘটনায় সখিপুর ইউনিয়ন পরিষদের দফাদার আবুল হোসেন বাদি হয়ে দেবহাটা থানায় ৭জনের নামে একটি মামলা দায়ের করেছে। মামলা নং- ৭, তাং- ১০/০৮/২০২০। তবে, এঘটনায় অভিযুক্ত আসামীরা ক্ষিপ্ত হয়ে সাজানো নাটক সাজিয়ে মিথ্যা মামলা করার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করে দফাদার আবুল হোসেন। এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, দফাদার সহ তার পরিবারের সদস্য আহতের বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট