দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা দীর্ঘদিন করোনা পরিস্থিতির কারনে বন্ধ থাকার পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। সভায় অন্যান্যের মধ্যে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ বিপ্লব কুমার মন্ডল, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা আমজাদ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন ও মতামত ব্যক্ত করেন। সভায় শুরুতে দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ¦ আব্দুল গনির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহন করা হয় এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে উপজেলা পরিষদের জায়গায় দোকানঘর নির্মান, অডিটোরিয়াম স্থাপনের জায়গার গাছ বিক্রি, উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টার সংষ্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।