মাহফিজুল ইসলাম আককাজ : শিশু লেখক সৈয়দ মিরাজ হাসান প্রান্তের লেখা সূর্যের আলো’র (১ম খন্ড) মোড়ক উন্মোচন করলেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন সূর্যের আলো ১ম খন্ডের মোড়ক উন্মোচন করেন। এ সময় সূর্যের আলোর শিশু লেখক মিরাজ হোসেন কে বলেন, ভালো লিখতে হলে বেশি বেশি বই পড়তে হবে ্ও জ্ঞানের আলোকে বিকশিত করতে হলে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে। লেখা শক্তি একটি সুস্থ সমাজ বিনির্মাণে ভূমিকা রেখে চলেছে। স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যকে ধারন করে লিখতে হবে তাহলে স্বার্থকতা আসবে। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম সহ ভালো ভালো লেখকদের লেখা বেশি বেশি পড়তে হবে। হুমায়ুন আহমেদ এর লেখা মানুষের কাছে এত জনপ্রিয় তার লেখা সহজ ও সাবলীল ভাষা। তোমাক্ওে সহজ ও সাবলীল ভাষা লেখার মাধ্যমে তোমার ভিতরের প্রতিভাকে ছড়িয়ে দিতে হবে। এ সময় জেলা প্রশাসক তাকে লেখাপড়ার পাশাপাশি ভালো লেখনী চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান হিসেবে আর্থিক সম্মাননা প্রদান করেন। এ সময় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ন্যাপের সভাপতি হায়দার আলী, সাধারন সম্পাদক কাজী সাইদুর রহমান, জেলা জাসদের সাধারন সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সদর উপজেলা জাসদের সাধারন সম্পাদক দিদারুল আলম, শিশু লেখক প্রান্তের পিতা অব. সেনা সদস্য সৈয়দ আকবর বখত।
পূর্ববর্তী পোস্ট