অনলাইন ডেস্ক : শ্যামনগর উপজেলায় শ্রীফলকাটি প্রস্তাবিত আশরাফ ইব্রাহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের ভূমিদাতা শিক্ষানুরাগী সমাজসেবক আশরাফ আলী গাজী আজ আর আমাদের মাঝে বেঁচে নেই। তিনি শনিবার দিবাগত রাত ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছের (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি আমেরিকা প্রবাসি বিজ্ঞানী ড. আবু সিদ্দিকীর পিতা। তিনি উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের বাসিন্দা।
আশরাফ আলী গাজী এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রেখেছেন। তার পুত্র ও কন্যা সকলেই বিভিন্ন কর্মের সাথে যুক্ত রয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৬ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ, আশরাফ ইব্রাহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
মরহুমের জানাজার নামাজ প্রস্তাবিত আশরাফ ইব্রাহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের চত্তরে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির আবাদচন্ডিপুর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
পূর্ববর্তী পোস্ট