কলারোয়া প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে। দিবসটিকে কেন্দ্র করে উপজেলা শহীদদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ। পরে শহিদদের গণকবরে শ্রদ্ধা জানান কর্মকর্তারা।
এসময় বুদ্ধিজীবীদের আদর্শকে ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আকতার হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক ডেপুটি কমান্ডার আবুল হোসেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমূখ। পরে সন্ধ্যায় কলারোয়া ফুটবল মাঠের দক্ষিণ পাশে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও স্মৃতিচারণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।