নিজস্ব প্রতিনিধি : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো: রাশিদুজ্জামান রাশির মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার আয়োজনে বুধবার সন্ধ্যায় খুলনার রোড মোড়স্থ সংগঠনের পৌর শাখার কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো: নুরুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: সাহাদাৎ হোসেন, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা শাখার সভাপতি মো: রাশিদুজ্জামান রাশি, সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, আব্দুর রউফ খোকন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, সদর উপজেলা শাখার সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস হোসেন রুবেল, ৫নং ওয়ার্ড শাখার সভাপতি হারুন উর রশিদ, ৮নং ওয়ার্ড শাখার সভাপতি মুসা করিম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ৯নং ওয়ার্ড শাখার সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি আফসার আলী, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, যুগ্ম সম্পাদক মো: আলম, সাংগঠনিক সম্পাদক তৈয়েবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মুজিবর রহমান, সদস্য জিএম আশরাফ, মধুবাগ আবাসিক এলাকার মসজিদের খতিব এসএম মামুনুর রশিদ, অব. ব্যাংক কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির। মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন সদর হাসপাতাল মসজিদের খতিব মুফতি মোহাম্মদ সাইফুল্লাহ। উল্লেখ্য: গত ৬ জানুয়ারি ভোর ৫টায় মো: রাশিদুজ্জামান রাশির মাতা মোছা: আলপিয়া বেগম হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
পূর্ববর্তী পোস্ট