পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগর-শ্যামনগরের গোডাউন মোড় পর্যন্ত ৭কিঃ মিঃ কার্পেটিং রাস্তা পরিনত হয়েছে মরন ফাঁদে। গত কয়েক মাস আগে এই রাস্তাটি সংস্কার হওয়ার পর অত্র রাস্তায় চলাচল কারী মানুষ কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছিল। উক্ত রাস্তায় খুব বেশি ভারি যানবহন চলাচল না করলেও, নুরনগর টু শ্যামনগরের গোডাউন মোড় সড়কের রামজীবনপুর মোড় সংলগ্ন দুটি ইট ভাটা তৈরী করা হয়েছে যার একটি মোস্তফা ব্রিকস ও অন্যটি আরব আলী ব্রিকস। দুটি ইট ভাটার মাটি বহন কারী হাইড্রলিক বিহিন ড্যাম্পার ট্রাকটর শ্যামনগরের প্রধান সড়ক সহ নুরনগর টু পরানপুর সড়কে চলাচল করার করনে অল্প দিনেই রাস্তা নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন সাধারন পথচারীরা। সরেজমিন ঘুরে দেখা যায় এই রাস্তাটির যে সকল স্থান গুলোতে ওভার লোডিং হাইড্রলিক বিহিন ড্যাম্পার ট্রাকটর চলাচল করেছে সেই স্থান গুলো বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। পথচারী দূর্ঘটনার শিকার এমন অনেকের সাথে কথা বললে তারা জানান ভাটার মাটি বহন কারী গাড়ী রাস্তা নষ্ট সহ বড় বড় খানাখন্দ তৈরী করছে আবার তারাই নষ্ট কার্পেটিং রাস্তার আমা ইটদিয়ে খানাখন্দ ভরাট করে নিজেদের চলার পথ সুগম করছে। রাস্তাটির বেশির ভাগ ক্ষতিগ্রস্থ হওয়ায় মটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন দূর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া ওভার লোডিং হাইড্রলিক বিহিন ড্যাম্পার ট্রাকটরে ভাটার কাদা মাটি বহন কালে কার্পেটিং রাস্তার উপর কাদা মাটি পড়ে থাকায় হঠাৎ একটু বৃষ্টির পানি পেয়ে কার্পেটিং রাস্তা কাদা মাটিতে ভরে যাচ্ছে এতে মটর সাইকেল চালকদের চরম বিপাকে পরতে হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। ইট ভাটার মাটি বহন কালে সমস্ত কার্পেটিং রাস্তার উপর অতিরিক্ত মাটি পড়ে মানুষ ও যানবাহন চলাচলে ঝুকিপূর্ন হয়ে দাড়িয়েছে। উক্ত রাস্তা সংলগ্ন কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকায় কোমলমতি শিশুরাও কাদা মাটি মাখা অবস্থায় বিদ্যালয়ে যেতে দেখা যায় এমনটা জানিয়েছে এলাকাবাসি। তারা আরও জানান যানবাহনের চাকায় কাদা মাটি লেগে নিয়ন্ত্রন হারিয়ে অনেকেই দূর্ঘটনা কবলিত হয়েছে। এই বেহাল দশা থেকে মুক্তি পাওয়ার জন্য এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
পূর্ববর্তী পোস্ট