প্রেস বিজ্ঞপ্তি : সিডো সাতক্ষীরার আয়োজনে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা ত্বরান্বিত করতে ও যুব সম্পৃক্ততা নিশ্চিত করনে এক গণশুনানী এর আয়োজন করা হয়। ০২ ফেব্রুয়ারী মঙ্গলবার সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নস্থ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রে উক্ত শুনানীর আয়োজন করা হয়। সিডো সাতক্ষীরা এর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত শুনানীতে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ খায়রুল হাসান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, নাছিমা খাতুন, পরিবার কল্ল্যাণ পরিদর্শিকা, মোঃ মেহেদী হাসান, পরিবার কল্ল্যান ইনস্পেক্টর সহ স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা কাজে নিযোজিত স্বাস্থ্যকর্মীবৃন্দ, স্থানীয় এনজিও প্রতিনিধি মোঃ হেদায়েতুল ইসলাম, সিডো’র ইয়ুথ চ্যাম্পিয়ন, স্থানীয় যুব সমাজ ও স্থানীয় নানা সেবা গ্রহীতা। শুনানীতে যুবরা ইয়ুথ লিড ডিজিটাল এনগেজমেন্ট প্রোজেক্টের মাধ্যমে পরিচালিত সার্ভে থেকে প্রাপ্ত স্বাস্থ্যসেবা সম্পর্কিত নানা তথ্য তুলে ধরেন এবং স্থানীয় কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ সহ উদ্ধৃত নানা প্রতিবন্ধকতার কথাও উল্লেখ করেন। আলোচনার প্রেক্ষিতে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার স্থানীয় পর্যায়ে সকল প্রতিবন্ধতকা নিরষনে স্থানীয় যুবদেরকে সম্পৃক্ত করে সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন বলে আলোকপাত করেন। উক্ত গণশুনানী পরিচালনা করেন সিডো’র ইয়ুথ চ্যাম্পিয়ন মোঃ আবুল হাসান এবং প্রোজেক্ট অফিসার প্রতাপ কুমার মন্ডল।
ফিংড়ীতে স্বাস্থ্যসেবা ত্বরান্বিত করণে গণশুনানী
পূর্ববর্তী পোস্ট