কালিগঞ্জ প্রতিনিধি : গ্রাহক সেবার মান বাড়াতে কালিগঞ্জে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল কুশুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে “আমার গ্রাম আমার শহর” রূপকল্প বাস্তবায়নের লক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সেবারমান বাড়াতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার পঙ্কজ শিকদার। এজিএম (ওএন্ডএম) জহুরুল ইসলামের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন এজিএম (প্রশাসন) তুষার আহম্মেদ, এজিএম (কওম) এম সাইফুল ইসলাম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। পল্লী বিদ্যুতের দূর্নীতি, হয়রানি, অনিয়ম, বিদ্যুৎ চুরি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন শিল্প গ্রাহক আলহাজ্ব শেখ আবুল খায়ের, জয়দেব কুমার বিশ্বাস, মহেষ চন্দ্র মন্ডল ও মনিরুল ইসলাম খাঁন প্রমুখ। বৈঠকে শিল্প গ্রাহক, ব্যবসায়ি, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সূধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পল্লী বিদ্যুতের গ্রাহক সেবার মান বাড়াতে কালিগঞ্জে উঠান বৈঠক
পূর্ববর্তী পোস্ট