নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনের লিফট, পানির ফোয়ারার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর এবং ৪তলা ভবনের কনফারেন্স রুম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরসহ সকল বিচারকবৃন্দ, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলম, সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, সাবেক সাধারণ সম্পাদক এড. ওসমান গণি, এড. আজহারুল ইসলাম প্রমুখ।
এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, আমরা শুরু করতে ভালোবাসি। কিন্তু শেষ করতে পারি না। শুধু শুরু করেই হবে না। এটি সফল বাস্তবায়ন করতে হবে। আইনজীবী ভবনের সামনে পানির ফোয়ারা নির্মাণ করা হচ্ছে। এটি মানুষের মনকে প্রফুল্ল রাখবে। সাতক্ষীরা আইনজীবী সমিতি অনেকগুলো উন্নয়ন মূলক কার্যক্রম শুরু করেছে। দ্রুত কাজগুলোর সফল বাস্তবায়ন হোক। সাতক্ষীরা আইনজীবী সমিতিতে অনেক প্রবীণ আইনজীবী রয়েছে। সিঁড়ি বেয়ে উঠতে তাদের অনেক কষ্ট হয়। লিফটের কার্যক্রম চালু তারা অনেক উপকৃত হবে।
সাতক্ষীরা আইনজীবী সমিতির বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ
পূর্ববর্তী পোস্ট