কালিগঞ্জ প্রতিনিধি : মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কালিগঞ্জে দিনব্যাপি সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেল ১১টায় বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কালিগঞ্জ ও সাতক্ষীরার কবিরা এই সাহিত্য আড্ডায় অংশগ্রহন করে। উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ সাহিত্যিক ও প্রবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান। তিনি বলেন, লেখকদের কাজ হলো আগুন জ্বালিয়ে দেওয়া। যে দিন কবিরা লেখা বন্ধ করবে সে দিন সাহিত্যের আলো নিভে যাবে। কাজের মধ্যে নিজেকে বিকোশিত করতে হবে এবং অন্যদের এগিয়ে যেতে সহযোগিতায় করতে হবে। উপজেলা রাজস্ব অফিস গনপাঠাগারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। তিনি বলেন, শিল্প সাহিত্য হলো শ্রেষ্ঠ মানুষদের আতœার আলো, যে আলো পৃথিবীকে আরো আলোকিত করে। সৃজনশীল সাহিত্যচর্চা ও আড্ডার মাধ্যমে মানুষ বিকোশিত হয়। সাহিত্য আড্ডা অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্ব ও অতিথিবৃন্দকে ফুল ছিটিয়ে বরণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খানবাহাদুর আহছানউল্লা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হারুণ-উর রশিদ, সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, অধ্যাপক আব্দুল হামিদ কবি মঞ্জুর লুতফর রহমান, দ্বিতীয় পর্বে কবি মনিরুজ্জামান ছোট্ট্র‘র সঞ্চালনায় অনুষ্ঠানের স্বরচিত কবিতা পাঠ করেন কবি সোহার্দ সিরাজ, কবি স.ম. তুহিন, বাবলু ভঞ্জ চৌধুরী, কবি নিশিকান্ত বঙ্গপাধ্যায়, ছাড়াকার ও কবি আহমেদ সাব্বির, কবি দিলরুবা, মনিরুজ্জামান মুন্না, কবি কাননবালা কর্মকার, কবি সায়েম ফেরদৌস মিতুল, শাওন আহমেদ সোহাগসহ অন্যান্য কবিবৃন্দ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কালিগঞ্জে দিনব্যাপি সাহিত্য আড্ডা
পূর্ববর্তী পোস্ট