নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগরে আগামী ২৭ মার্চ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে ব্যঅপক প্রস্তুতি চলছে গোটা এলাকায়। আগমনকে সফল করতে দফায় দফায় চলছে আলোচনা পর্যালোচনা ও অগ্রগতি সভা। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুরো ঈশ্বরীপুর এলাকা তিনস্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
শনিবার (১৩ মার্চ)বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দির প্রাঙ্গণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে সাতক্ষীরা গণপূর্ত বিভাগের আয়োজনে এক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের মেহমান। তার আগমনকে সার্থক করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। কোন কমতি বা ঘাটতি থাকবে না। সেজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে ভারতীয় সহকারী হাই কমিশনার আর কে রায়না। এছাড়াও সভায় গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলনসহ সরকারি বিভিন্ন দফতরের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে দেখতে আগামী ১৮ মার্চ র্যাবের ডিজি আব্দুল্লাহ আল মামুন ও বাংলাদেশ পুলিশের আইজি বেনজির আহমেদ আসবেন। তারা যশোরেশ্বরী মন্দির এলাকা ও নতুন নির্মাণাধীন তিনটি হেলিপ্যাড ও যাতায়াত পথ প্রদক্ষিণ করবেন।
প্রসঙ্গত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমন্ত্রণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করতে প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ ঢাকায় আসবেন। পরের দিন ২৭ মার্চ সকালে টুঙ্গীপাড়া যাওয়ার আগে সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুরের যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে আসার কথা রয়েছে তার।