নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর দেড় টায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এম শাহ আলম তার নিজস্ব চেম্বারে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনা করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট গত ১১ এপ্রিল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে “বিশেষ প্রাকটিস নির্দেশনা” সম্পর্কিত ১০ নং কলামে উল্লেখ রয়েছে যে জনগনের ন্যয় বিচার প্রাপ্তির লক্ষ্যে ভার্চুয়াল পদ্ধতি চালু হওয়ায় আদালতের উক্ত কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে যথাযথ দায়িত্বশীল আচরণ করতে হবে। আদালতের ভাবমুর্তির প্রতি লক্ষ্য রেখে ভার্চুয়াল পদ্ধতির কোন অংশ রেকর্ড বা প্রচার করা হলে তা সংশ্লিষ্ট ব্যক্তির দায়িত্ব পালনে অবহেলা বলে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। অথচ গত ২৬ এপ্রিল জেলা দায়রা ও জজ আদালতে একটি ধর্ষণ মামলার জামিন শুনানীকালে আসামীপক্ষের আইনজীবী হিসেবে তার (শাহ আলম) উপস্থাপিত বক্তব্যকে ঘিরে তার ল’ চেম্বারে হামলা চালান জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ ও তার সহযোগীরা। ভার্চুয়াল পদ্ধতির বক্তব্য ব্যবহার করে পরদিন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করেন অ্যাড. আব্দুল লতিফ। যাহা সুপ্রিম কোর্টের বিশেষ বিজ্ঞপ্তি ভঙ্গ করার শামিল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অ্যাড, আব্দুল লতিফ ও অ্যাড আব্দুল মজিদ আইনজীবী সমিতির সভাপতির পদে তার বিরুদ্ধে নির্বাচন করে পরাজয় বরন করায় তারা তার বিরুদ্ধে হয়রানী করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তিনি আরো বলেন, অ্যাড. আব্দুল লতিফেরে বিরুদ্ধে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের স্বাক্ষর জাল করে মাদক মামলার জামিনের আদেশ তৈরী, হত্যা মামলা থেকে অব্যহতি দেওয়ার নামে নয় লাখ টাকা ঘুষ গ্রহণসহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ রয়েছে। সংবাদ সস্মেলন থেকে তিনি এ সময় অ্যাড.আব্দুল লতিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাড. ইউনুস আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ওসমান গণি, অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, জ্যেষ্ট আইনজীবী অ্যাড. আজাহার হোসেন, সাবেক পিপি অ্যাড. তপন কুমার দাস প্রমুখ।
এ ব্যপারে সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ তার বিরুদ্ধে আনীত অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সুপ্রিম কোর্টের বিশেষ বিজ্ঞপ্তি লঙ্ঘন করেননি। তার বিরুদ্ধে কটুক্তির বিষয়টি উল্লেখ করে তিনি এড, শাহ আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।##
সাতক্ষীরা জজ কোর্টের পিপি লতিফের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগে সংবাদ সম্মেলন
পূর্ববর্তী পোস্ট